Anurager chhowa serial writing see new update 14 November

Admin
By -
0

Anurager chhowa serial writing see new update 14 November 

আজকের অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পর্ব আপডেট পড়ুন। 


মা দীপার প্রতি মেয়ে সোনার ঘৃণা 


আজকের পর্বে সোনা তার মায়ের সাথে দূর ব্যবহার করতেছে। মা দীপাকে বলতেছে সে খুব খারাপ মা, দীপা নাকি কাউকে ভালো থাকতে দেয় না।  দীপা শুধু নিজের ভালো টা বুঝে। সোনা মনে করে তার মা তার আর তার বাবার সম্পর্ক ফাটল ধরিয়েছেন। মূলত তা নয়। দীপাকে ছোট বেলা থেকে ভূল বুঝে আসছে সোনা। সোনা ভাবছে তার বাবা আগে তাকে বেশি ভালোবাসতো আর এখন তাকে ভালোবাসেনা শুধু বকা দেয়। সোনা তার মা দীপাকে দোষী করতেছে চারু তাদের বাসা থেকে চলে যাওয়াতে। কিন্তু এতেও দীপার কোন হাত নেই। চারু তো নিজের ইচ্ছেতে সোনা আর সূর্যের লাইফ থেকে চলে গেছে। সোনা ভাবে তার মা শুধু ভালো জিনিসটাকে উল্টো খারাপ দিকে নিয়ে যাই। তাই দীপাকে মা হিসেবে মানেনা।


এবার দীপা এসব শুনে ভিষণ রেগে গেলো আর বল্ল চুপ করো তুমি। সোনাকে বলে আর বেয়াদবি করলে সোনাকে মার দিবে দীপা। তখন সোনার দিকে হাত বাড়াই দিপা। কিন্তু সোনাকে শাসন করতে পারেনা তার হাত থেমে যাই। তখন দীপা সোনাকে ধমক দিয়ে বলে তুই অনেক বাজে কথা বলে ফেলেছিস,এসব কথা তকে কে শিক্ষা দিয়েছে? বড়দের সাথে কিভাবে আচরণ করতে হয় তাও শিখাইনি তোমাকে? দীপাকে সব সময় খারাপ হতে হয়। তাই দীপা বলতেছে আমি ভালো করলেও তোমাদের কাছে খারাপ হয়ে যাই আমার কি দায় পড়েছে এসবে। তখন দীপা বলছে সোনা তোর কাছে সব আছে, চারু সূর্য ওরা সব সময় তোকে আগলে রাখে। আমার জন্য নিজেকে অসহায় ভাবিস না। দীপা ভূল কিনা ঠিক না জেনেই শুধু সোনা দীপাকে কষ্ট দেয়। সোনা তার মায়ের কাছ থেকে কোন লেকচার শুনবেনা বলছে। তার মা তো নাছুর বান্দা, বলে বসলো সোনাকে সব শুনতে হবে।




ফিরে এলো চারু


সোনার মন খারাপ দেখে সূর্য  চারুকে ফিরিয়ে আনতে যাই। আর চারুও সোনার কথা ভেবে ফিরে আসে। একি গাড়ি করে ফিরছে সূর্য আর চারু। চারু বলতেছে সোনা ঠিক আছে এটাই অনেক। সোনা দীপার কাছে আছে জেনে চারু ভাবছে সোনা হয়তো দীপার সাথে অনেক খারাপ ব্যবহার করছে। এগুলা শুনে সূর্য আবার বলতেছে চারু কত ভালো ও তবুও দীপার ভালোর কথা ভাবছে। সূর্য চারু বিগ বং এ এসে দেখে দীপা আর সোনা কথা বলছে। কিন্তু কি কথা বলছে বুঝতে পারছেনা কেউ। সূর্য ভাবতেছে সোনা হয়তো দীপার সাথে খুব খারাপ ব্যবহার করতেছে। সূর্য কে দেখে দীপা সূর্য কে বল্ল সোনা কে নিয়ে যেতে। সূর্য দীপাকে এসেই জিগ্যেস করলো দীপা কেমন আছে। কিন্তু দীপা কোন জবাব না দিয়েই সোনাকেই নিয়ে চলে যেতে বল্ল। তখন চারু ও জিগ্যেস করলো দীপা ঠিক আছে কিনা? দীপা তো বলেই দিলো তাকে নিয়ে কাউকে ভাবতে হবেনা। শুধু তাদের মেয়েকে নিয়ে ভাবতে। সোনার অনেক বড় বিপদ হতে পারতো কিন্তু দীপা সোনাকে বাঁচিয়েছে। এখন সোনা সুস্থ তাই সোনাকে নিয়ে যেতে বলে সব সময়। বিগ বং রেস্টুরেন্টের ভিতর সবাই কথা বলছে। সাক্কু স্যার ও কিছু না বলে দীপা আর সূর্য এর কথা শুনে যাচ্ছিলো। তখন চারু ও বলছিলো সোনাকে কিছু না বলতে, চারু সোনাকে বলতেছে ওলি সোনা তোমাকে ছেড়ে যাওয়া আমার একদম ই উচিত হয়নি। মা তোমাকে আর ছেড়ে যাবো না। সোনা তখন ভিষণ খুশি হয়ে তার বাবা সূর্য ও চারুর সাথে চলে গেলো।




দীপার হৃদয় বিদারক সিদ্ধান্ত 


সোনাকে দীপা বুঝাচ্ছে তার জন্য চারু জয়ী সূর্য সবাই বিপদে পড়তে পারতো, জিবনটা অনেক কঠিন। মন চাইলেই সব কিছু করতে পারবে না। বিপদ চারপাশে আছে। অথচ সোনা দীপাকে সব সময় দোষারোপ করে আসে। সোনাকে দীপা বুঝাচ্ছে সোনার কিছু হলে তার বাবা কিভাবে থাকবে? তার বাবা তাকে ছাড়া চলতে পারবেনা। সোনা বার বার বলছে কেন দীপা তাদের জিবনে আসবে। তারা তো একাই ভালো ছিলো। দীপাও সোনাকে বলছে দীপা তাদের থেকে পরিবার থেকে পালিয়ে এসেছিলো। সোনা অথবা দীপা কারো খুজ করতে আসেনি। হঠাৎ ই তাদের এক সাথে দেখা হয়ে যাই। ভাগ্য, সৃষ্টি কর্তা তাদের হইতো এক করে দিয়েছে। দীপা বলছে সূর্য জানতো না দীপা এই শহরে। দীপা সোনাকে কথা দিলো দীপা ওদের সুখের জন্য ওদের কে ছেড়ে চলে যাবে। 


তখন সোনা বল্ল হে তুমি চলে যাও এতেই আমাদের সবার সুখ চলে আসবে। দীপা আফসোস করে বলতেছে সোনার তোমার শরীরে আমার রক্ত বইছে। সেটা তুই না মানলেও সত্যি। দীপা সোনাকে কথা দিলো সোনা আর সূর্য চারু ওদের সবার লাইফ থেকে একে বারে চলে যাবে। দীপা সোনাকে বলে দিলো এমন পাগলামু যেনো না করে। চারু কে দীপা বলে দিলো সোনা তোমাকে মা বলে ডাকে তুমি তোমার মেয়েকে ঠিকটা শিখাও। সোনা সূর্য চারু চলে যাওয়ার পর দীপা কান্নায় ভেঙ্গে পরে। দীপা ভাবে সে অনেক খারাপ সে তার মেয়েকে অনেক বকেছে। দীপা বলতেছে তার মেয়ে বিপদে পড়ে মা ডেকেছে। মা ডাক শুনার পর দীপা খুব খুশি হয়ছিলো। কিন্তু দীপার সামনে সোনা চারুকে আবার মা ডাকলো। দীপা বার বার বলছে সোনা কে বকা ঠিক হয়নি।




এদিকে দীপা কাদছে দেখে, দীপার সহকর্মী রা দীপার জন্য খবার বানিয়ে এনে দীপাকে খেতে দেয় । দীপাকে সুপরামর্শ দেয়। দীপা যেন নিজেকে শক্ত করে রাখে। দীপা ভালো থাকলেই তার সন্তান রা ভালো থাকবে। যদি দীপা না থাকে তাহলে তার সন্তানের কথা কে ভাববে। এসব পরামর্শ পেয়ে দীপা কান্না থাকিমে দেয়। এমন দূর্লভ কাহিনি হলো আজকের পর্ব অনুরাগের ছোঁয়া সিরিয়ালে। 

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn more
Ok, Go it!