Dui shalik serial writing see new update 12 November
বস্তিতে আগুন লাগালো কে?
দেবার সাথে ঝামেলা করে পিআরকে লাগিয়ে দিল আগুন। পুরো বস্তি ছাই হয়ে যাচ্ছে, বস্তির অসহায় মানুষ গুলি ছন্ন ছাড়া হয়ে গেছে। একেক জন একেক দিকে দৌড়া দৌড়ি করেছে। হঠাৎ বস্তিতে কে বা কারা আগুন লাগালো এটা কেউ বুঝতে পারছে না। পিআরকে বলেছিল দিপাবলীর রাতে সবার ঘরে আলো জ্বলবে,সবাই এক সাথে আনন্দ করবে,মজা করবে। কিন্তু নিমেষেই কি থেকে কি হয়ে গেলো কেউ বুঝার আগেই বস্তিতে আগুন লাগিয়েছে।বন্ধুরা আমরা দেখতে পাই বস্তিতে আগুন পিআরকেই লাগিয়েছে, বস্তুিতে আগুন দিয়ে সে পৈশাচিক আনন্দ উপভোগ করছে। প্রতিটি দেশের আনাচে কানাচে এমন কিছু অত্যচারি লোক থাকে যারা জনসাধারণের উপর জলুম নির্যাতন করে থাকে। নিজেদের সার্থে জনসাধারণের উপর আঘাত করে,কারন তারা জানে এরা অসহায় মুখ বুঝে সহ্য করবে। পিআরকে গতকাল টিভিতে সম্প্রচার করে যে সে বস্তির সব ঘরে ঘরে বিদ্যুৎ দিবে এবারের পূজোই সবাই আনন্দ করবে। কিন্তু তার এই বিষ ভরা মনে অন্য চাল ছিলো তা এই বস্তির গরীব মানুষ গুলি বুঝে উঠতে পারেনি। তারা আনন্দে মতে ছিল। পিআরকে দেখা যায় সে তার অফিসে আনন্দ করছে। পিআরকে বলে বস্তিতে আগুন যেন না থামে,আগুন থামার আগে বস্তিতে বোমা মারতে বলে যাতে ঘর বাড়ির সাথে মানুষও পুরে ছাই হয়ে যায়,এবং সে এই বস্তিটা দখলে নিতে পারে।
বস্তিতে ঝিলিকের এন্ট্রি?
ঝিলিক দেখতে পায় বস্তিতে আগুন ধরে গেছে, সে কোন উপায় না পেয়ে দৌড়ে আসে বস্তির দিকে এদিকে গৌড়বও চলে আসে বস্তিতে আগুন নেভাতে। ঝিলিক জানে বস্তিতে কে ধরিয়েছে। ঝিলিক এসে দেখে বস্তিতে আগুন ধরে পুরো বস্তি পুরে ছাই হয়ে গেছে তার আত্মীয় স্বজনরা সবাই আহাজারি করছে,যেখানে ছোট বেলা থেকে বড় হয়েছে,ঝিলিক বাচ্চাদের কল দিয়ে বলে তোরা জলের টাংকি আর পাইপ বের কর আমি যাচ্ছি। এদিকে বস্তির মেয়েরা অজ্ঞান হয়ে পরে। দেবারা আগুন নিভাতে ব্যস্ত হয়ে পরে। পু্ষ্প আগুনে কাসছিল সবাই তাকে ওখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে কিন্তু সে কিছুতেই যাবে না। কারন সে এই বস্তিতে থাকে সে আগুন নিভাবেই,এদিকে বাচ্চারা বালির বস্তা আর পানির পাইপ নিয়ে বস্তির কাছে আসে তখনি আখি ওখানে আসে বাচ্চারা বলে এই বস্তা গুলিঔ নিয়ে যেতে হবে,তখন আখি নিজেকে সামলে বলে তোরা দেবা কে ডেকে আন তোরা ঐ বস্তা গুলি নিয়ে যেতে পারবি না, জলে পাইপ তুমি নিয়ে যাও আমরা দেবাদা কে ডেকে আনি। তখন বাচ্চারা এসে বলে দেবাদা জোড ঝিলিক সেন্টারে যাও সেখানে বালির বস্তা আর পানির পাইপ আছে ঝিলিক দিদি ওখানে যেতে বলল তুমি তাড়াতাড়ি যাও।দেবা তখন দৌড়ে এসে আখি পাইপ গুলি নিতে পারে না। কিছু ছেলেদের দেবা বস্তা নিয়ে যেতে বলে।
আখি পড়ে যেতে নিলে পরে যেতে থাকে তখন দেবা ধরে ফেলে বলে একা নিয়ে যেতে যাচ্ছিলি কেন,আমি আসছি তো।তখন সবাই মিলে এসে আগুন নেভাতে চেষ্টা করে। বস্তির আরো কোথাও আগুন লেগেছে কিনা সেটা দেখতো যায়। তখনি ঝিনিক এসে পিআরকের চেলার কে দেখতে পায় আর ভেবে নিয় বস্তিতে পিআরকের কথায় এখানে সে আগুন ধরাতে এসেছিল।
সে বলে তুই এখানে কি করছি তখনি ঝিলিক ওখান থেকে পালিয়ে যায়।
এবার পিআরকের চেলা এসে দেখে গৌড়ব বস্তিতে আসে,সে তো এসেছে আখিকে খোজতে এসেছে, আবার দেখা যায় চার আনা এসে দেখে ঝিলিক আর আখিকে এক সাথে, সে কোন মতে বুঝিয়ে সেখান থেকে দূরে পাঠিয়ে দেয়। এমন সময় গৌড়ব এদিকে আসলে লোক জন এসে বলে দেখে জান স্যার বস্তিতে আগুন লেগেছে সব পুরে ছাই হয়ে গেছে। ঝিলিক দেখে তার পেয়ারে লাল এখানে সে ভয় পয়ে যায়, কারন তাকে দেখলেই গৌড়ব সন্দেহ করবে।তাই সে সেখান থেকে পালিয়ে যায়। ঝিলিকের সাথে আখির দেখা হলে বলে কিরে গৌড়ব স্যার এখানে চলে এসেছে কেন, তখন ঝিলিক বলে আমার পেয়ারে লাল আমাকে ছাড়া এক দম থাকতে পারে না তাই ফলো করতে করতে চলে এসেছে।ঝিলিক এমন সময় দারুন একটা মজা করেছে।
বন্ধুরা আমরা দেখতে পাই গৌড় বলে আমি ফায়ার সার্ভিসে খবর দিচ্ছি আর তখনি
আমাদের আরেক হিরো হাতের তালিয়ে চলে আসে এবং সেই একটা মুড নিয়ে বলে তুই আর তোর বাবা আগুন লাগিয়েছিস, আবার এখানে সিমপ্যাথি দেখাতে এসেছিস। আজ আমি তোকে মেরেই ফেলব এদিকে ঝিলিক বলে দেবা গৌড়ব আগুন লাগায়নি আগুন লাগিয়েছে পিআরকে। গৌড়ব কে মারিস না, কিন্তু দুজনেই মারামারি লাগিয়ে দেয়।এদিকে এদের মারামারি থামাতে ঝিলিক উপর থেকে পানি ছেড়ে দেয়। কিছু সময় পর এদের মারামারি থেমে যায়। কিন্তু সবাই ভাবে পানি কে ছাড়ল মারামারি শেষ হওয়ার পর দেবা বলে বস্তিতে আগুন লাগার পেছনে কে দায়ী?
ঝিলিক ভাবে দেবার তার পেয়ারে লালের প্রতি এতো রাগ কেন। কিন্তু কেউ না জানুক দেবাতো জানে যে পিআরকে তার বাবা,কিন্তু যেটাই হোক এতে গৌড়ব এর দোষ নেয়। সে তো জানে না তার বাবা এসব করে রেখেছে। কিন্তু সে ভাবে তারা বাবা ছেলে মিলে এমন কাজ করেছে। গৌড়ব তার বাবার এসব কালো কাজের কথা কিছু জানে না। বাবার এসব কালো কাজের ফল দুটো ছেলেই পাচ্ছে। পিআরকে নিজেও জানে না দেবা তার প্রতি এতো রাগ কিসের। তবে আন্দজ করে দেবার সাথে কিছু একটা কানেকশন আছে তার । এই দিকে পিআরকে কে তার ভাগনা এসে বলতেছে মামা আঁখি ঐ বস্তিতে গিয়েছিলো বস্তির মানুষকে সাহায্য করতে। বস্তির মানুষকে আগুন নেভাতে সাহায্য করতেছে তা আমি দেখে এলাম তাছাড়া আপনার ছেলে গৌরব তো ঐ বস্তিতেই ছিলো আঁখির সাথে। ভাগনা তখন মামা কে বলতেছে মামা আমি তো বুঝতে পারছিনা আঁখির সাথে তার সম্পর্ক দেবার নাকি আপনার বাড়ির ছেলে গৌরবের। তখন পিআরকে রেগে মেগে আগুন হয়ে গিয়ে বল্ল আমার ছেলে সম্পর্কে এসব কথা বলার সাহস আর দেখিও না। পিআারকে তার ভাগনাকে প্রায় মারতেই যাবে এমন অবস্থা। এদিকে আগামী পর্বের ঝিলিকের মা আগুনের ছেকা লেগে অসুস্থ হতে দেখা যায়। তখন ঝিলিক আর দেবা ও বস্তির লোক জন মিলে ঝিলিকের প্রিয় মা কে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করে। আর ঝিলিক সৃষ্টিকর্তার কাছে দোয়া চাই যেন তার মা সুস্থ হয়ে উঠে আর ঝিলিক তার মা কে বলতে থাকে তোমার তো কিছু হবে না মা। তুমি সুস্থ হয়ে বাড়ি ফিরে যাবে মা। এদিকে পিআরকে যে বস্তিতে আগুন লাগিয়েছে তা তো ঝিলিক জেনেই গেছে। ঝিলিক প্রতিজ্ঞা করে পিআরকেকে আর ভূলের শাস্তি দিয়েই ছাড়বে।
আমরা এই পর্যন্ত দূর্লভ কোন এপিসোড দেখতে পেলাম।
আজকের পর্বের আপডেট এই পর্যন্ত ছিলো। অন্য দিন হাজির হবো অন্য কোন সিরিয়ালের আপডেট নিয়ে।