Kothha serial writing see new update 12 November

Admin
By -
0

Kothha serial writing see new update 12 November 


সুপ্রিয় বন্ধুরা চলে এসেছি আজকের আপডেট নিয়ে কথা সিরিয়ালের আজ হতে চলেছে সব চেয়ে ফানি সিন। একি কান্ড কথার  মাথায় চুল নেই!  সত্যি কি তাই, তাহলে কি পাচক মশাই তার মাথায় বেল ভাঙবে। সকলে দেখলে কি ভাববে। কথার টাক মাথায় সিঁদুর পড়াচ্ছে মশাই। সত্যিই কি কথার মাথায় চুল নেই।  





আপনারও কি ভাবছেন তাই কথা কি এবার তাহলে টাক মাথা হয়ে গেল? না বন্ধুরা আমাদের কথা স্বপ্ন দেখেছে তার মাথার চুল নেই।  আর সেই টাক মাথায় সিঁদুর পড়াচ্ছে পাঁচক মশাই। তখনি এক চিৎকারে কথা ঘরের মেঝেতে  ঘুর পাক করতে থাকে।  এদিকে পাঁচক মশাই ঘুম থেকে উঠে পড়েছে। কথার চিৎকারে সে সোফা থেকে পরে গিয়েছে। উঠে দেখে কথা চিৎকার করে ঘরের মেঝেতে ঘুরছে।কিছু সময় সেও তার পিছনে ঘুরছে কি হয়ছে জানতে চাইলে কোন সাই নেই সে ঘুরছেই তো ঘুরছেই, আর কান্না করে যাচ্ছে তার মাথায় চুল নেই কেন নেই টাক হয়ে গেছে এগুলি নকল চুল এই চুল নিয়ে সে বাচবে কি করে এসব চুল নকল সে টাক  মাথায় সিঁদুর পড়ে,এভি তখন বলে তোর চুলতো ঠিকি আছে তুই স্বপ্ন দেখেছিস এসব নকল চুল নয়।কথা  কোন কথা না  শুনে কান্না ও চিৎকার করতেই থাকে। আর বলে আমার চুল গুলি টেনে   দিন চোখ মশার কথার চুল ধরে সত্যি সত্যি টানতে থাকে আর বলতে থাকে তোর আমি সব চুল ছিড়ে তোর মাথা টাক করে দিব আমার কথা বিশ্বাস হচ্ছে না তুই স্বপ্ন দেখেছিস। কেন বিশ্বাস করছি  না তোর সব চুল ঠিক আছে। 




উপরে চিৎকার শুনে  দাদু চলে আসে,কি হয়ছে জানতে,ঠাম্মি অনেক বারন করার পরও সে এসে পরে,দরজা খুলেই দেখে কথার চুল ধরে আছে এভি,এবি দাদা তো প্রচন্ড রেগে যায় তার নাতি কিনা নাত বউয়ের উপর অত্যাচার করছে। লাঠি দিয়ে মারতে এগিয়ে আসে। পাঁচক মশাই অনেক বুঝায় যে দাদা আমি কোন কিছু করিনি কথা স্বপ্ন দেখেছে তার মাথায় কোন চুল নেই। তখন কথা বলে আসলে দাদু আমার কথাটা শুনুন, আমিই বলেছি আমার চুল গুলি আসল না নাকি নকল।আমি স্বপ্ন দেখি যে আমার চুল সব পড়ে গেছে। এসব শুনে তো দাদু আরো রেগে বিটকেল বলে চলে যায়।  উফ আমাদের পাচক মশাই তো পড়েছে খুব ঝামেলায়,একেক দিন একেক ঝামেলা সামলাতে হচ্ছে। কথার সাথে থাকলে পাগল হয়ে যাবে সে। আবারো কথা আয়নার সামনে গিয়ে নিজের চুল গুকি চেক করছিল। তখন আমারো এভির কাছে ধমক খায়।ধমক খেয়ে সেখান থেকে পালিয়ে যায়। 




জুনি ঘর ঝারছিল তখনি আসে অংকিত বাবু গতকাল রাতে সে আসলে বুঝতে পারেনি কি করা উচিত  তাই সরি বলতে আসে। কিন্তু তাদের মাঝে এক অদ্ভুত দেয়াল অংকিত ভালোবাসার কথা প্রকাশ করতে পারছে না কারন জুনি তাকে বন্ধু হিসেবে দেখে।তাই সব না বলা কথা বলতে এতো সংকুচ।একটু পর নিচে এসে দেখে একাই হাসছে এক সময় জানতে পারে তার স্বপ্নের কথা। তখন জুনিও হাসতে থাকে,অংকিত এটা দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে  এবং বলতে থাকে আমি আপনাকে সব সময় এমন হাসি খুশি দেখতে চাই জুনি,সে অপলক ভাবে তাকিয়ে থাকে জুনির দিকে তখন ছোটকা এসে কানের কাছে ফোটকা ফোটায়,ভাইদের মাঝে মিষ্টি খুনসুটি চলে, অংকিতের হার্ট তো এখন এমনি নরম থাকবে সে প্রমে পরেছে কিনা।




গাইস এর মাঝে চলে আসে আমাদের হিরো এসেই ভাই বোনদের মাঝে আরো হট্টগোল লাগিয়ে দেয়।বেডমিন্টন খেলার টুর্নামেন্ট হবে সবাই তো খুবই এক্সাইটেড কারন সেটি হবে বাড়িতে টিম বাই টিম। কথা কিছু বুঝতে না পারলে পাচক মশাই তাকে চোখ ইশারা মার বলতে থাকে অংকিত আর জুনিকে কাছাকাছি নিয়ে আসার জন্য এই প্ল্যান। কথা সবটা বুঝে যায় এবং সেও যোগ দেয় এভির কথায়। জোট বাধে মেয়েরা কাপর নিয়ে, তারা শারি পরে খেলবে কিন্তু ছেলে টিমদের কথা হলো সালওয়ার কামিস পরে খেলবে মেয়েরা না হলে খেলা হয়বে না সাথে সাথে মাজা কাপর ড্রেসও নিয়ে আসা হয়। সবাই মিলে। কথা ও এভি নিজেরা নিজেদের মাঝে কথা বলতে থাকে।




কখন যে দুজন দুজনের ভালোবাসা সামনাসামনি প্রকাশ পায়। দুনেই দুজনকে ভালোবাসসে কিন্তু কেউ বলছে।আমাদের কথা রানি তো পাগন হয়ে যাচ্ছে ভালোবাসার জন্য কবে এই অভিনয় থেকে বেরিয়ে সত্যি কারের ভালোবাসা দিবে তাকে।  জুনি ও অংকিতকে কাছাকাছি নিয়ে আসতে এভি ও কথা কি সত্যি প্রকাশ করে ফেলবে নিজেদের ভালোবাসা।  বেডমিন্টন খেলায়  এবার কি জুনি ও অংকিতকে কাছাকাছি আনতে নিজেরাও আরো কাছাকাছি চলে আসবে।  দুজনের এই অভিনয় খেলার মাঝে লুকিয়ে আছে ভালোবাসা, কথার সালোয়ার পড়া ড্রেস দেখে এভি তো অপলক হয়ে তাকিয়ে থাকে।গাইস এই বিটকেল দুটিকে এক করতে কি করা যেতে পারে । আমাদের হিরো এসে বলে কথা যেন আজ না ঘুমায়।এর উত্তর জানতে কথাকে জানায় কাটন সে আজো ঘিমালে সে আরেকটা নতুন স্বপ্ন দেখবে আর তাকে আবার জাগিয়ে দিবে তার ঘুমটা নষ্ট হয়ে যাবে। এমনি করে সে আরো রাগিয়ে দেয় কথাকে। গুহ বাড়িতে হবে এবার বেডমিন্টন টুর্নামেন্ট। কে জিতবে কে ঠকবে এ নিয়ে দারুন ধামাকা। বন্ধুরা আমি তো খুবি উৎসাহীত আপনারাও সাথে থাকে পরের আপডেট পেতে আমাদের সাথেই।


Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn more
Ok, Go it!